বৃহস্পতিবার (২৪) জুলাই পাকুন্দিয়ায় শারীরিক প্রতিবন্ধীর ট্রাক্টর ভাড়া নিয়ে ফেরত না দেয়ার অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুল।
সংবাদ সম্মেলন যুবদল নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, আমার পাওনা ১৭ লাখ টাকা এবং সরাজ ট্রাক্টর গাড়িটি আত্মসাত করার উদ্দেশ্যেই সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করেন মজিবুর রহমান নজরুল।
২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি অনলাইন নিউজ পোর্টাল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন জেলা যুবদল সদস্য নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের মৃত ইছমাইলের ছেলে।
সংবাদ সম্মেলননে যুবদল নেতা বুলবুল অভিযোগ করে বলেন, নজরুল আর আমি অংশীদারি ব্যবসায় করতাম। একসময় নজরুলের কাছ থেকে ১৭ লাখ টাকা পাওনা হয়। এ নিয়ে পাকুন্দিয়া বাজার বনিক সমিতিতে একাধিকবার সালিশ দরবার হয়। এতে টাকা পরিশোধের আশ্বাস দেন নজরুল। কিন্তু দুই বছর হয়ে গেলেও সে আমার পাওনা টাকা পরিশোধ করেনি।