মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

আসিফ নজরুলের দুঃখ প্রকাশ

প্রতিবেদক
somonnoy
জুলাই ২৯, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ

নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল দুঃখ প্রকাশ করেন। তিনি  শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি, এমন মন্তব্য করার কয়েক ঘণ্টা পরই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করেন।   

ফেসবুক পেষ্টে তিনি লিখেছেন, ‘শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী-কিশোর-শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়।’

, ‘কিন্তু তাই বলে তার নৃশংসতার সঙ্গে একাত্তরে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি আমার। দুটোই জঘন্যতম অপরাধ। আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখেছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।

এর আগে একই দিন সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশে যে অপরাধ করেছে, আমি সরি, আমার মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আপনারা বলতে পারেন ২৫ মার্চের কালো রাত্রি হয়েছে। অবশ্যই ২৫ মার্চের কালো রাত্রিতে ভয়াবহ ঘটনা ঘটেছে। ওটাতো অন্য দেশের বাহিনী। আমরা স্বাধীনতা ঘোষণা করেছি তারপর।’

অনুষ্ঠানে আসিফ নজরুল আরো বলেন, ‘একাত্তর সালে ডেডবডি পুড়িয়েছে এমন ফুটেজ দেখি নাই। একজন আহতকে নিয়ে যাচ্ছে এক বন্ধু সেখানে গুলি করা হয়েছে এমন ঘটনা কোনো মুক্তিযোদ্ধার মুখে শুনি নাই। এর বিচার যারা করবে না, তারা আল্লাহর কাছে দায়ী থাকবে।

আসিফ নজরুরলের বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ছাগলকান্ডের মতিউরকে অনৈতিক সুবিধা প্রদান, ১১ পুলিশকে বরখাস্ত

বিএনপির সম্মেলনে ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে মনোনিত হলেন বাজিতপুরের অ্যাড. নাসির

পিনাকী আইসিউতে, নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নীরিক্ষা চলছে

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে হাজারো নেতাকর্মীর মিছিল

কিশোরগঞ্জে নারুক স্মৃতি টুর্নামেন্টের উদ্ভোধন

হাজার হাজার জনতার ভালোবাসায় সিক্ত হলেন ফজলুর রহমান

গণ-অভ্যুত্থান দিবসের মিছিলে অংশ নিয়ে স্ট্রোক করে বিএনপি নেতার মৃত্যু

ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা

সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির আভাস

শেখ হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা এক বছরে সেটা করছে : ভিপি নুর