১১ সদস্য বিশিষ্ট কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এ কমিটির অনুমোদন দেন।
এই কমিটিতে বিশিষ্ট কমিটিতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহমুদুল ইসলাম জানুকে আহবায়ক, বীর
মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খানকে যুগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে সদস্য-সচিব করা হয়েছে।
কমিটিতে ৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সদস্য করা হয়েছে। তারা হলেন-বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আইয়ুব বিন হায়দার, বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিন ফারুকী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা এ. কে. জামান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক আফরোজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন ভুঞা, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন ও
বীর মুক্তিযোদ্ধা মো. কফিল উদ্দিন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত ৩১-০৭- ২০২৫ খ্রি. এর এক চিঠিতে কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর নতুন কমিটি করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহবায়ক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেন, ৮ বছর পর কমিটি দেয়া হয়েছে। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন আমি পালন করতে পারি সেজন্য দোয়া চাই।