শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

আড়াইশো পেরিয়েছে মরিচের কেজি, ময়মনসিংহে সবজি বাজারে নাভিশ্বাস

প্রতিবেদক
somonnoy
আগস্ট ১৫, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ

শুক্রবার (১৫ আগস্ট) ময়মনসিংহে সব ধরনের সবজির দাম বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম সবথেকে বেশি। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ কিনতে ব্যয় করতে হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকা। বাজেটে কাটছাঁট করেও বাজার করতে এসে কুলিয়ে উঠতে পারছেন না ভোক্তারা।

ছুটির দিন নগরীর মেছুয়া বাজারে সকাল থেকে ক্রেতা-বিক্রেতাদের সমাগম দেখা যায়। তবে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। ৬০ থেকে ৮০ টাকার নীচে মিলছে না কোনো সবজি।

সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। আজকে মেছুয়া বাজারে বেগুন ১০০, পটল ৯০, কাঁকরোল ৮০, শসা ৮০, টমেটো ১৬০, গাজর ১২০, বরবটি ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

গত দুই দিনের ব্যবধানে কেজিতে আরো ৪০-৬০ টাকা বেড়ে কাঁচা মরিচ খুচরা বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকা কেজি। বৈরী আবহাওয়ার কারণে সবজির বাগান নষ্ট হওয়াতে কমেছে সরবরাহ, বেড়েছে দাম বলছেন ব্যবসায়ীরা।

ছুটির দিনে সপ্তাহের বাজার করতে এসে নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের। বাজেটে কাটছাঁট করেও কুলিয়ে উঠতে পারছেন না তারা। আবহাওয়া স্বাভাবিক না হলে খুব শিগগিরই দাম কমার সম্ভাবনা দেখছেন না বলে জানান ব্যবসায়ীরা।

সর্বশেষ - আইন-আদালত