বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

হোসেনপুরে দৈনিক সংগ্রামের সাংবাদিকের ওপর হামলা, দোকান ভাংচুর

প্রতিবেদক
somonnoy
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

কিশোরগঞ্জের হোসেনপুরে দূর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সংগ্রাম পত্রিকার হোসেনপুর উপজেলা প্রতিনিধি মোঃ সামসুল হকের দোকানে চিহ্নিত সন্ত্রাসীরা উপজেলার হাজিপুর বাজারে ফিল্মী স্টাইলে হামলা করে তার বিকাশ লেনদেনের দোকানে ল্যাপটপসহ মালামাল ভাঙচুর করে নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে সামছুল হক জানান।এ ঘটনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

সে আরও জানিয়েছেন,উপজেলার জিনারী ইউনিয়নের টিসিবির ডিলার আবু হানিফা ও তার বাবা বিসিআইসির সার ডিলার আব্দুল মালেকের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয়ে ইতিপূর্বে সংবাদ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২২ সেপ্টেম্বর)রাতে ওই চক্রের লোকজন সাংবাদিক সামসুল হকের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার উপর অতর্কিত হামলা চালিয়ে দোকান ও ল্যাপটপ ভাংচুরসহ নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় ব্যাবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়।

ভুক্তভোগী সাংবাদিক লিখিত অভিযোগে জানান,অনিয়মের সংবাদ প্রকাশের জেরে টিসিবির ডিলার মনির তার দলবল নিয়ে পরিকল্পিত ভাবে তার দোকানে হত্যার উদেশ্য দেশীয় নিয়ে অস্ত্র নিয়ে দোকানে হামলা করে ভাংচুর করে,দোকানে থাকা মুল্যবান কাগজ পত্র ছিড়ে ফেলে বিকাশ ব্যবসার নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলে”ডিলারী করব না কিন্তু সাংবাদিক তোরে দেখার আছে” বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মারুফ হোসেন জানান,সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করছি আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত