শনিবার(১১ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মোঃ সাইদুর রহমানের সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক,নার্স, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ও নিটোরের পরিচালক অধ্যাপক ডাঃ আবুল কেনান, ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব ও জাতীয় বক্ষব্যাধি সহযোগী অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম শাকিল , বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি(সাবেক পিজি) সহকারী প্রক্টর ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এরশাদ আহসান সোহেল,বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুব হক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ মজিবুর রহমান, উপাধ্যক্ষ ও চর্ম-যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ একরাম আহসান জুয়েল, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডাঃ এস,কে নাজমুল হাসান, হাসপাতালের উপপরিচালক ডাঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা, ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডাঃ মীর সাদ সৈকত সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের সময় স্বাস্থ্য সেবা সচিব অত্র মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং চিকিৎসা সেবা ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সচিব মহোদয় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।