সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীসহ হাজারো ছাত্র জনতা।
স্মারকলিপি প্রদান শেষে সাধারণ ছাত্র-জনতার প্রতিনিধিরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ বক্তারা বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে সংযুক্তির প্রস্তাব বাতিল করে ঢাকার সাথে রাখার দাবি জানান। যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে কঠোর কর্মসূচির মাধ্যমে কিশোরগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করে দেওয়া হবে।
স্মারকলিপি প্রদান করে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘এটি আমাদের ব্যক্তিগত দাবি নয়, এটা সমস্ত কিশোরগঞ্জবাসীর দাবি।’ কিশোরগঞ্জের সকল শ্রেণী-পেশার মানুষ ঢাকা বিভাগের সাথে থাকতে চায়। জনগণের দাবির সাথে একাত্মতা জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করি।
উল্লেখ্য, গত শনিবার (১১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবিত একটি নতুন বিভাগ ও জেলার তালিকা ভাইরাল হলে কিশোরগঞ্জের নানা শ্রেণী-পেশার মানুষ মতামত দিতে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সাধারণ ছাত্র-জনতা।

















