মঙ্গলবার (১৪ অক্টোবর) কিশোরগঞ্জের ঐতিয্যবাহী গুরুদয়াল সরকারী কলেজের শিক্ষকেরা দিনব্যাপী কর্মবিরতিপালন করেছেন।
ঢাকা কলেজের শিক্ষক-কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে গুরুদয়াল কলেজের শিক্ষকরা। মঙ্গলবার কিশোরগঞ্জের সরকারি সকল কলেজের শিক্ষকগণ দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালোব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির আওতায় সকল পরীক্ষা, ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল), ক্লাসসহ সকল প্রকার সেবা প্রদান থেকে শিক্ষক-কর্মকর্তারা বিরত রয়েছেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান , উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মেহেদী হাসান এছাড়াও উপস্থিত ছিলেন বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা ইউনিট এবং কলেজ ইউনিটের নেতৃবৃন্দ।
















