মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আয়োজনে কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে সচেতনতা রেলী, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
জেলা ড্যাব সাধারণ সম্পাদক ডা. এস.কে.এম নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা ড্যাব সভাপতি ডা. মো. মজিবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও চর্ম-যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. একরাম আহসান জুয়েল, জেলা ড্যাব এর সাবেক সভাপতি ডা. মো. আজহারুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ও জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এরশাদ আহসান সোহেল এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. খালিদ আসাদ। জেলা ড্যাব এর সাংগঠনিক সম্পাদক ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মীর নূর-উস-সাদ সৈকত এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে ড্যাব নেতা ডা. ফেরদৌস আহম্মেদ চৌধুরী লাকী, ডা. মো. আজিজুল হক, ডা. মো. মোশরাফ হোসেন, ডা. মো. আতাউর রহমান, ডা. আনিসুল ইসলাম, ডা. সঞ্চিতা সরকার প্রমুখ আলোচনায় অংশ নেন।


















