কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজের প্রায় ০২ লক্ষ পচা ডিম জব্দ ও ধ্বংস এবং ০৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবন) খ্রি. আরিফুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: আশরাফুল ইসলাম তালুকদার। বিজ্ঞ আদলত এগারোসিন্দুর কোল্ড স্টোরেজকে পচা ডিম সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে ০৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় ১৯৫৪৮০ ( এক লক্ষ পচানব্বই হজার চারশত আশি) টি পচা ডিম জব্দ ও তাৎক্ষণিক ধ্বংস করা হয়। উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।


















