তারেক রহমানের ৩১ দফা বাস্তবয়নে ডাঃ এরশাদ আহসান সোহেলের উদ্যেগে কিশোরগঞ্জের তাড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
শনিবার (২৫শে অক্টোবর ) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ -তাড়াইল) আসনে মনোনয়ন প্রত্যাশী কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এরশাদ আহসান সোহেলের উদ্যোগে তাড়াইলের দিগদাইর হাই স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
তাড়াইল উপজেলার দিগদাইর ইউনিয়ন মডেল হাই স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ডাঃ এরশাদ আহসান সোহেল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র হাইস্কুলের সভাপতি সারোয়ার আলম, হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক রবিউস সানী,তারেক আহমেদ কবীর প্রমুখ।
ডাঃ এরশাদ আহসান সোহেল বক্তব্যে বলেন, ‘আমরা তৃণমূল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য প্রত্যেকটা ইউনিয়নে কর্মী সম্মেলন করে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। যাতে প্রত্যেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। এছাড়াও আমি ডাক্তার হিসেবে আরেকটি কাজের অংশ হলো এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এর মাধ্যমে দলমত নির্বিশেষে মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। তাদের কাছে আমাদের বার্তা পৌঁছানোর সুযোগ পাচ্ছি। এভাবেই আমরা মানুষের পাশে থাকছি, আগামীতেও থাকবো।’ তাড়াইল উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা. আদনান, ডা. ইউসুফ , ডা. কালাম, ডা. মেহজাবীন চৌধুরী, ডা.মোস্তাকিম আহমেদ, ডা.শফিকুর রহমান ও ডা.শান্ত । ক্যাম্পে রোগীদের মেডিসিন, গাইনি,চর্ম- যৌন, মানসিক, অর্থপেডিক সহ বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।


















