বৃহস্পতিবার (৩০ শে অক্টোবর) সকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কে ভেঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে নার্সিং কর্মকর্তারা বলেন, আমরা আমাদের সমস্যা নিয়ে নার্সিং অধিদপ্তরের গিয়ে খুব সহজে সমাধান করে আসতে পেরেছি। এখন যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে আমাদের নিয়ে যাওয়া হয়। তবে আমাদের অভিভাবক হীনতার কারণে সমস্যা সমাধনে সময় বেশি লাগবে ও ভোগান্তি হবে । তাই আমরা আগে যেভাবে আলাদা অধিদপ্তরে ছিলাম সেভাবেই থাকতে চাই। আমাদের কে কাজ করতে দেন, রাস্তায় নামিয়ে আনবেন না।
এসময় উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক মঞ্জুশ্রী রানী, সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমা রানী বর্মন, কিশোরগঞ্জ জেলা বিএনএর সভাপতি কামরুল হাসানসহ সকল নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফারী শিক্ষার্থীরা।


















