বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

কিশোরগঞ্জে তিন দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন শিক্ষা ক্যাডারের সদস্যরা

প্রতিবেদক
somonnoy
নভেম্বর ১৯, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ণ

সোমবার (১৭ নভেম্বর) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতিসহ তিন দফা দাবিতে কিশোরগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন শিক্ষা ক্যাডারের সদস্যরা। গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

শিক্ষকেরা জানান, ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা পদোন্নতির যোগ্য হলেও প্রায় ১৭ মাস ধরে প্রক্রিয়া বন্ধ আছে। ২০২৫ সালের ৪ জুন ডিপিসি বৈঠক হলেও তা বাস্তবায়ন হয়নি। আত্মীকৃত শিক্ষকদের মামলার কথা তুলে পদোন্নতি আটকে রাখা হলেও আদালত কোনো পর্যবেক্ষণেই পদোন্নতি স্থগিত রাখার নির্দেশ দেয়নি।

বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাইলে যেকোনো সময় জিও জারি করতে পারে। অন্য ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তারা ইতোমধ্যে প্রথম পদোন্নতি পেয়েছেন কিন্তু শিক্ষা ক্যাডারে প্রভাষকদের প্রমোশন দিচ্ছে না, যা স্পষ্টত অন্যায়, অন্যায্য। এতে তারা সামাজিক, মানবিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মানববন্ধনে দাবি জানানো হয়— ১. যোগ্য সব প্রভাষকের পদোন্নতির জিও দ্রুত জারি করতে হবে। ২. সময়মতো পদোন্নতি বাস্তবায়ন না হলে “No promotion, no work” কর্মসূচি চলবে।

শিক্ষকেরা সতর্ক করে বলেন, যৌক্তিক দাবি মেনে না নিলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
উপস্থিত শিক্ষার্থীরা জানান, স্যারদের প্রতি যে অন্যায় করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে তা অচিরেই সংশোধন করে দ্রুততম সময়ে স্যারদের পদোন্নতি দেওয়া হোক। স্যারদের ন্যায্যতা নিশ্চিত হলে শিক্ষা কার্যক্রমও গতিশীল হবে, শিক্ষার ক্ষতিও কমবে।

সর্বশেষ - আইন-আদালত