শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন: ফজলুর রহমান

প্রতিবেদক
somonnoy
নভেম্বর ২১, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রায়টুটি ইউনিয়নের রাজি ঈদগাহ মাঠে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। আমি সেই দল করি। শহীদ জিয়া সেক্টর কমান্ডার ছিলেন। শহীদ জিয়া ব্রিগেড কমান্ডার ছিলেন। শহীদ জিয়া রাষ্ট্রপতি ছিলেন। সেই শহীদ জিয়া বিএনপি গড়েছেন। আমি যে দলটা করি সেটা হলো মুক্তিযোদ্ধার দল।

ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের রাজী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, আমি নাকি সত্যিকারের মুসলমান না, ধর্মকে নাকি গালাগাল করি। আমি আপনাদের হাতজোড় করে বলি, আমি এই পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করেছি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি সেহেতু আমি মুসলমান। যেদিন আমার বয়স ৫ বছর হইছে সেদিন আমার বাবা মসজিদ এবং মাদ্রাসায় ভর্তি করেছেন স্কুলে যাওয়ার আগে। অ, আ পড়ার আগে আমি প্রথম পড়েছি আলিফ, বা, তা, ছা। আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা ইয়া নবী সালাম আলাইকা। ধর্মের ইস্যুতে যারা আমার বিরুদ্ধে কথা বলে তারা হলো মিথ্যাবাদী, বেইমান, বিশ্বাসঘাতক, রাজাকার, স্বাধীনতাবিরোধী। জামায়াত তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে ফজলুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর সাথে আমার বিরোধ ছিল না। কিন্তু ৫ই আগস্টের পরে জামায়াতে ইসলামী বলছে, ‘আমরা কি শুধু গণতন্ত্রের জন্য হাসিনাকে যুদ্ধ কইরা নামাইছি নির্বাচনের জন্য। আমরা নতুনভাবে রাষ্ট্র করব।’ ঠিক তখনই জামায়াতে ইসলামী বলছে, ‘৪৭ হলো স্বাধীনতা আর ২৪ হলো স্বাধীনতা। ৭১ হলো গণ্ডগোল। ৭১ কিছু না। এইডা ইন্ডিয়ার হিন্দুরা গণ্ডগোল লাগাইছে। এইডা কোনো মুক্তিযুদ্ধ না।’ দুই দিন তিন দিন সহ্য করছি। আমি জামায়াত শিবিরের বিরুদ্ধে যারা বলে যুদ্ধ হয় নাই। বাংলাদেশ মানি না। যারা পাকিস্তান থেকে মন্ত্রী আসলে মনে করে বড় জ্যাঠা আইছে, আমি তো তাদের বিরুদ্ধে। এই দেশ বাংলাদেশ থাকবে। এইখানে আমার যুদ্ধটা।
ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ খারাপ হবে কেনো? মুক্তিযুদ্ধ তো কোনো দোষ করেনি। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম। ৩০ লাখ মানুষ মারা গেলো। ২ লাখ মা বোনের ইজ্জত দিলো। আমার সোনার বাংলা পুড়ে ছারখার হলো। এক কোটি মানুষ ইন্ডিয়াতে নির্বাসনে গেলো। আমার মতো ২৩ বছরের ফজলুর রহমান বাংকারে থেকে থেকে যুদ্ধ করলাম। দিনের পর দিন, মাসের পর মাস আষাঢ় শ্রাবণের বৃষ্টির রাতে স্বপ্ন দেখতাম- দেশ যখন স্বাধীন হবে, পাঞ্জাবি চলে যাবে। বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে। সেই দেশে স্বাধীন দেশে বাঙালিরা আমরা বাস করতে পারবো। এরা যদি বলে কোনো যুদ্ধ হয় নাই সেটা এ দেশের মানুষ মানতে পারে না।

ফজলুর রহমান আরও বলেন, ‘আমি শরিয়তে বিশ্বাস করি। আমি তো নামাজ পড়ি, রোজা রাখি। আমি তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) কলেমা না পড়ে ঘর থেকে বাহির হই না। আমি বিসমিল্লাহ না পড়ে কোনো কিছু মুখে দিই না। আমি ব্যক্তিগত জীবনে ইসলাম ধর্ম পালন করি। কিন্তু রাজনৈতিক জীবনে আমি মনে করি, এ দেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সব সমান, সমান অধিকার।’

রায়টুটি ইউনিয়ন বিএনপির সভাপতি এলিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা এক বছরে সেটা করছে : ভিপি নুর

ফজলুর রহমানের প‌ক্ষে মি‌ছিল-‌স্লোগা‌নে উত্তাল কি‌শোরগঞ্জের ইটনা

কিশোরগঞ্জের ইটনায় শিক্ষক সমিতির সম্মেলন

পিনাকী আইসিউতে, নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নীরিক্ষা চলছে

ছাগলকান্ডের মতিউরকে অনৈতিক সুবিধা প্রদান, ১১ পুলিশকে বরখাস্ত

কিশোরগঞ্জে নার্সিং কর্মকর্তাদের মানববন্ধন

কিশোরগঞ্জের কৃতি সন্তান চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা

কিশোরগঞ্জে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম