কিশোরগঞ্জে বৃহস্পতিবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জে বিনামূল্যে পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সায়েদ সুমনের উদ্যোগে জেলা শহরের শোলাকিয়া গাছ বাজার এলাকায় বৃহস্পতিবার বিকালে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসব দরিদ্র রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. রাফিউল সাকিব, সহ-সভাপতি ডা. মোঃ আদনান কবির, সাধারণ সম্পাদক ডা. মোঃ মোক্তাদির আল বিরুনী, ডা সিরাজাম মুনিরা অন্তি ও ডা. মো. আকিব চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুদ্দাছির তুসি, ইশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খালিদুর রহমান ফুরাদ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান প্রমুখ উপস্থিতি ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা সায়েদ সুমন জানান, শহরতলীর দরিদ্র মানুষজন রোগে-শোকে জর্জরিত হলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা চিকিৎসা সেবা পাচ্ছিলেন না।
দেশনায়ক তারেক রহমানের জন্মদিনকে উপলক্ষ্য করে সেইসব সুবিধাবঞ্চিত মানুষদের সুচিকিৎসা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পটির আয়োজন করা হয়। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে দরিদ্ন ও সুবিধাবঞ্চিত মানুষজন স্বস্তি প্রকাশ করেন এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

















