মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
জেলা বিএনপির আয়োজনে বিশাল আনন্দ শোভাযাত্রা ঐতিহাসিক রথখলা মাঠ থেকে বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রথখলা মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-০১ আসনের এমপি পদপ্রার্থী মাজহারুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন আহমেদ রনক, জেলা যুবদলের সভাপতি জিএস শরিফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আগামী ২৫ তারিখে আমাদের দেশনেতা তারেক রহমান মা ও মাটির টানে নিজ জন্মভূমিতে ফিরে আসবেন। এতে আমরা সবাই অত্যন্ত আনন্দিত। আমাদের নেতা আবারও আমাদের মাঝে ফিরে আসছেন।
তিনি আরও বলেন, আগামী ২৫ তারিখ তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৩০০ ফিট এলাকায় সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাই।


















