রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের উপর ৩০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের

প্রতিবেদক
somonnoy
জুলাই ১৩, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

৩০ শতাংশ আমদানি শুল্ক ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং মেক্সিকোর জন্য ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আসছে পহেলা অগস্ট ২০২৫ থেকেই কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের এই দুই বাণিজ্য অংশীদার যদি পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে তাদের ওপর আরও উচ্চ আমদানি শুল্ক আরোপ করবেন বলে সতর্ক করে দিয়েছেন। ইইউ এর আগে পহেলা অগাস্টের আগেই ওয়াশিংটনের সাথে একটি চুক্তির বিষয়ে আশা প্রকাশ করেছিলো।

চলতি সপ্তাহেই জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনকে লেখা চিঠিতে মি. ট্রাম্প লিখেছেন, বাণিজ্য অংশীদারিত্বের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনায় অনেক বছর গেছে। “আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমাদের অবশ্যই দীর্ঘমেয়াদে আপনাদের শুল্ক নীতি ও বাণিজ্য বাধার কারণে তৈরি হওয়া বাণিজ্য ঘাটতি থেকে বেরিয়ে আসতে হবে।”

এপ্রিলে ইইউ থেকে আনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প।

উল্লেখ্য যুক্তরাষ্ট্রের হিসেবে ২০২৪ সালে এ জোটের বাণিজ্য ঘাটতি ছিলো প্রায় ২৩৫ বিলিয়ন ডলার।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেছেন, পহেলা অগাস্টের মধ্যে একটি সমঝোতার জন্য কাজ করতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত আছে। “আমরা ইইউর স্বার্থ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবো। প্রয়োজনে হলে আনুপাতিক পাল্টা পদক্ষেপ নেয়া হবে,” তার বিবৃতিতে বলা হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্র বলেছেন, মি. ট্রাম্পের ঘোষণার বিষয়ে তার ‘শক্ত দ্বিমত’ রয়েছে। কোন সমঝোতায় পৌঁছানো না গেলে তিনি ইউরোপীয় ইউনিয়নকে গ্রহণযোগ্য পাল্টা পদক্ষেপের প্রস্তুতির কথা বলেছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এক বিবৃতিতে বলেছেন তিনি ‘একটি ন্যায্য সমঝোতায়’ পৌঁছাতে পারবেন বলে বিশ্বাস করেন।, “আটলান্টিকের দুই পাশের মধ্যে একটি বাণিজ্য যুদ্ধের সূচনার কোনো যুক্তি নেই।”

অপরদিকে মেক্সিকোকে দেয়া চিঠিতে মি. ট্রাম্প বলেছেন, উত্তর আমেরিকার ‘মাদক-পাচারের খেলা মাঠে’ পরিণত হওয়া বন্ধ করতে দেশটি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।”সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে মেক্সিকো আমাকে সহায়তা করছে, কিন্তু তা যথেষ্ট নয়,” বলেছেন তিনি।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমও একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন “আমরা পরিষ্কার যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে পারি এবং কী পারিনা সেটিও আমরা পরিষ্কার। এখানে কিছু বিষয় আছে যা নিয়ে কখনো আলোচনা হতে পারে না। আর সেটি হলো আমাদের সার্বভৌমত্ব,” ।

শনিবার মেক্সিকোর অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টিকে ‘অন্যায্য পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দিক থেকে যুক্তরাজ্য ও ভিয়েতনামের সাথে চুক্তির বিষয়ে ঘোষণা এসেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জের তাড়াইলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সোমবার করিমগঞ্জে মাইকে ঘোষনা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ  

হাজার হাজার জনতার ভালোবাসায় সিক্ত হলেন ফজলুর রহমান

জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মাহফুজ সদস্য সচিব জুবায়ের

তিন গ্রামবাসীর সংঘর্ষ মাইকে ঘোষণা দিয়ে, আহত ১৫

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশায় সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ তিনজন আটক

পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জের বাজিতপুরে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ সদরের মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

কিশোরগঞ্জে দুই যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি