শনিবার (১২ জুলাই) ২০২৫ বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের ১১তম বার্ষিক (বিশেষ) কাউন্সিল সভায় রোভার শরফুদ্দিন আলম ভান্ডারী বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সেবা পদক -২০২২ গ্রহণ করেছেন।
স্কাউটের জাতীয় সেবা পদক গ্রহণ করলেন কিশোরগঞ্জের শরফুদ্দিন। স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যানে আত্মনিবেদন করে বন্য, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে অবদান রাখায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের জাতীয় সেবা পদক ও সার্টিফিকেট পেয়েছেন কিশোরগঞ্জের রোভার শরফুদ্দিন আলম ভান্ডারী।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর সাবেক সহ-সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী এলটি এ পদক পরিয়ে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর উপ পরিচালক গাজী খালেদ মাহমুদ এর সঞ্চালনায় ও করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সিদ্দিকুল্লাহ্’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ময়মনসিংহ বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর মো: সামসুজ্জামান, বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভার এর সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান এএলটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও রোভার স্কাউট লিডারবৃন্দ।