শনিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নয় বছর বয়সী শিশু ফারিয়া রহমান নীহার মরদেহ ১৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় ডিঙ্গি নৌকায় ভ্রমণের সময় দুর্ঘটনাটি ঘটে। তখনই স্থানীয়রা বড় বোন কাশ্মীরা রহমান নীলার (১৭) মরদেহ উদ্ধার করেন। নিহত দুই বোন কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমান ও নীপা আক্তারের মেয়ে। ফারিয়া কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং নীলা পড়তেন গুরুদয়াল সরকারি কলেজে।
ঐলাকাবাসী সূত্রে জানা যায়, বেড়িবাঁধ সংলগ্ন এলাকাটি এখন স্থানীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। পরিবার নিয়ে ঘুরতে গিয়ে নদে ওঠা নৌকাটিই হয়ে ওঠে প্রাণঘাতী। স্থানীয়দের সহযোগিতায় ফারিয়ার বাবা-মাকে জীবিত উদ্ধার করা গেলেও দুই মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, খবর পাওয়ার পরই ডুবুরি দল উদ্ধার কাজে নামে। টানা অভিযানের পর শনিবার দুপুরে ফারিয়ার মরদেহ উদ্ধার সম্ভব হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।