বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
somonnoy
জুলাই ২৩, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ণ

পাকুন্দিয়ায় প্রতিবন্ধী এক ব্যবসায়ীর কাছ থেকে এক মাসের জন্য একটি ট্রাক্টর ভাড়ায় নিয়ে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে জেলা যুবদল নেতা নূরুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে।

গত তিন বছর যাবত ভাড়া এবং ট্রাক্টর কোনটিই ফেরৎ না দিয়ে নিজের কাছে আটকে রেখেছেন এই যুবদল নেতা। এমনকি ট্রাক্টরটি ফেরৎ চাওয়ায় প্রতিবন্ধী ওই ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছেন নুরুল ইসলাম বুলবুল।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলেনি। বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারে একটি নিউজ পোর্টাল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী মো. মজিবুর রহমান নজরুল। তিনি পাকুন্দিয়া পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি পৌরসভার ৯নং ওয়ার্ডের সৈয়দ্গাঁও গ্রামের মরহুম হাজী শাফি উদ্দিনের ছেলে।

অন্যদিকে অভিযুক্ত যুবদল নেতা নূরুল ইসলাম বুলবুল পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের মরহুম ইছমাইল হোসেনের ছেলে ও কিশোরগঞ্জ জেলা যুবদলের সদস্য।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রতিবন্ধী মো. মজিবুর রহমান নজরুল তার ট্রাক্টর ফেরতসহ বকেয়া ভাড়া পাওয়ার জন্য প্রশাসন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

লিখিত বক্তব্যে মজিবুর রহমান নজরুল জানান, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। অন্যের সাহায্য নিয়ে লাঠিতে ভর করে তাকে চলাফেরা করতে হয়। ২০১৯ সালে তিনি ১৪ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে একটি ট্রাক্টর কিনেন। পরবর্তীতে তিনি ২০২২ সালের ১লা সেপ্টেম্বর মাসিক ৫০ হাজার টাকা ভাড়ায় এক মাসের জন্য নূরুল ইসলাম বুলবুলকে ট্রাক্টরটি ভাড়া দেন। কিন্তু দীর্ঘ প্রায় তিন বছর যাবৎ কোনো ধরনের ভাড়া না দিয়ে ট্রাক্টরটি বুলবুল নিজের কাছে আটকে রাখেন। এই দীর্ঘ সময়েও ট্রাক্টরটি ফেরৎ কিংবা কোনো ধরনের ভাড়া না পেয়ে পরিবার-পরিজন নিয়ে নজরুল কষ্টে জীবনযাপন করছেন।

সম্প্রতি তিনি তার ট্রাক্টর গাড়ি ফেরৎ ও ভাড়ার টাকা চাইতে গেলে নূরুল ইসলাম বুলবুল তাকে গুলি করার হুমকি দিয়েছেন। এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় অভিযোগ করার পরও কোনো প্রতিকার পাননি নজরুল। এছাড়া তিনি স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের দ্বারস্থ হয়ে ট্রাক্টরটি উদ্ধার ও ভাড়ার টাকা পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন তিনি বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন। এসব অভিযোগের ব্যাপারে যুবদল নেতা নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, আমি ২০১৮ সালে সিঙ্গাপুর থেকে দেশে এসে মজিবুর রহমান নজরুলের অংশীদারী ব্যবসা শুরু করি। টাকা-পয়সা ও হিসাব-নিকাশ থাকতো নজরুলের কাছে। এক পর্যায়ে আমার পাওনা ১৭ লাখ টাকা নজরুল অস্বীকার করে। এ নিয়ে পাকুন্দিয়া বাজার বণিক সমিতিতে দরবার হয় এবং বিষয়টি সবাই জানে। তার কোনো ট্রাক্টর আমি নেইনি। বরং আমার ট্রাক্টরটা ওর ইটখোলায় নিয়ে লুকিয়ে ফেলেছিলো। পরে পুলিশ দিয়ে ট্রাক্টরটি উদ্ধার করে আনি। এখন সে আমার পাওনা না দেওয়ার জন্য ট্রাক্টর ভাড়া দেওয়ার মিথ্যা নাটক সাজাচ্ছে। তার ট্রাক্টর তার কাছেই আছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হুইল চেয়ার ও শিক্ষা সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে গাঁজাসহ আটক চারজনের জেল-জরিমানা

চুরি করতে গিয়ে টুরিস্ট পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ

গণ-অভ্যুত্থান দিবসের মিছিলে অংশ নিয়ে স্ট্রোক করে বিএনপি নেতার মৃত্যু

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জে ডাকাতিকালে ৫ ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

কিশোরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যার দায়ে বাবাসহ ৩ জনের মৃত্যদণ্ড

কিশোরগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ছোট শিশুদের কুরআন খতম

শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান