মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ জেলা রোভার কর্তৃক এক বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে আলোর মেলা স্কাউট ভবনে গিয়ে শেষ হয়। পরে স্কাউট ভবনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

জেলা স্কাউটের সেক্রেটারি কামরুল হাসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী, জেলা নায়েবে আমীর ও জেলা স্কাউটের সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, মাওলানা আবু সাঈদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, কিশোরগঞ্জ স্কাউটের উপ-পরিচালক গাজী খালেদ হোসেন প্রমুখ।
অধ্যাপক মোঃ রমজান আলী আগামীতে সাম্য, সামাজিক মর্যাদা ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে স্কাউট সদস্যদের নিরলসভাবে কাজ করার জন্য আহ্বান জানান।