বৃহস্পতিবার (৭ আগষ্ট) কিশোরগঞ্জের কুলিয়ারচরে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায়দের মাঝে শুকনো খাবার এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে এসকল বিতরণ কর্মসূচি ও সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুশফিকুর রহমানের সঞ্চালনায় এ সকল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুলিয়ারচরের উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমা তুজ জোহরা।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মো: রাকিন মাসরুর খানসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী এলজিডি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ সহ দুস্থ ও অসহায়দের পরিবারবর্গ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।