বুধবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জে গাঁজাসহ আটক চারজনের জেল-জরিমানা কিশোরগঞ্জে ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করে জেল-জরিমানা করেছে মোবাইল কোর্ট।
কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জেল-জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মো. রোকন (৪৫), খায়রুল ইসলাম (৩০), মো. নাজমুল (২৭) ও আরিফুল হাসান (২৬) এই চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে মো. রোকন কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে, খায়রুল ইসলাম একই গ্রামের কেরামত আলীর ছেলে, মো. নাজমুল চরমারিয়া গ্রামেরই আবুল কালামের ছেলে এবং আরিফুল হাসান কিশোরগঞ্জ শহরের গাইটাল হাবিবুর রহমানের ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক তপু খান নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম, মো. রিয়াদ হোসেন ও নিলুফা আক্তার রুপার নিকট প্রসিকিউশন দায়ের করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্টের মাধ্যমে চারজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা করে মোট ৪শ’ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।