বুধবার (৬ আগস্ট) কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে মো. তাজুল ইসলাম (২৬) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ আমলীতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাজুল ইসলাম (২৬) জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তাজুল ইসলাম (২৬)। কিন্তু রাতেও তিনি বাড়ি ফিরে যাননি। এরপর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও খোঁজ পাননি। বুধবার (৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ আমলীতলা এলাকা রাস্তার পাশে তার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে এই খবর পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাজুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিশোরগঞ্জ মডেল থানা জনাব আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।