শনিবার দুপুরে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল ইসলামকে কিশোরগঞ্জের ইটনা থেকে গ্রেপ্তার করেছে
র্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, হত্যাকাণ্ডের পর শহীদুল ইটনায় পালিয়ে আসে। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাব তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, সন্ধ্যায় কিশোরগঞ্জ র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে তাকে গাজীপুরে পাঠানো হবে। গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার ঈদগাহ মার্কেট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় হামলার শিকার হন স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন। তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত তুহিন স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। ঘটনার পরদিন নিহতের বড় ভাই মিজবা হোসেন বাসান থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত শহীদুলসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। মামলাটি যৌথভাবে তদন্ত করছে দুই সংস্থা।