রবিবার (১০ আগস্ট ) সকালে কিশোরগঞ্জ সফররত ধর্ম উপদেষ্টার সাথে সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী।
সাক্ষাতকালে উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব সাদেক আহমদ, ওয়াকফ প্রশাসক, বাংলাদেশ, জেলা প্রশাসক ফৌজিয়া খান (যুগ্ম সচিব), পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ও আল জামেয়া ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শিব্বির আহমদ রশিদ উপস্থিত ছিলেন। জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও হয়বতনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা অফিস সেক্রেটারী ও নগুয়া আয়শা আহাদ দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা সানাউল্লাহ ও নুরুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসার সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম ফরহাদ।
জেলা আমীর ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কিশোরগঞ্জ জেলায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করেন। অধ্যাপক মোঃ রমজান আলী কিশোরগঞ্জ সফর করায় মাননীয় উপদেষ্টাকে জেলাবাসী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।