কিশোরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের গাইটাল জনতা রোডের এলাকাবাসী ও পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১) সকাল ১১টায় সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুঘন্টা ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। মাদক, ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্য নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গাইটাল এলাকার বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মো: রাফকের সঞ্চালনায় কোরআন তেলওয়াতের মাধ্যমে এ সভা অনুষ্টিত হয়।
সভায় বক্ত্যব্য রাখেন পৌর কর্মচারী সংসদ কিশোরগঞ্জ পৌরসভার সভাপতি মো: আনোয়ার হোসেন, জনতা ব্যাংকের সিবিএ সভাপতি মো: সিরাজ উদ্দিন, বিআরডিবি কিশোরগহ্জ সদর উপজেলার সহ-সভাপতি মো: হুমায়ুন কবীর, বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান, ছাত্রদল নেতা রাফিউল ইসলাম নৌশাদ, সেচ্ছাসেবক দল নেতা মো: বাছির উদ্দিন রিপন, বিশিষ্ট সমাজসেবক আবু বাক্কার মাষ্টার, , মো: ইকবাল, বিআরডিবির সদস্য মো: রুবেল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা পৌরসভার ২নং ওয়ার্ডের গাইটাল জনতা রোডে মাদক, চুরি, সন্ত্রাস, ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনকে জোরালো ভুমিকা রাখার আহ্বান জানান।
প্রধান আতিথির বক্তব্যে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের চাকুরিটাই জনগণের সেবা দেওয়া জন্য। আমার থানার দরজা চব্বিশ ঘন্টার জন্য খোলা, আইনের মধ্য থেকে আমি সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা অবিভাবক আছেন তারা সচেতন থাকবেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে তার খোঁজ রাখবেন। আসুন আমরা এই সভায় সকলে মাদককে না বলার শপথ নেই। আমি আপনাদের পাশে আছি পাশে থাকতে চাই।