সোমবার (২৫ আগষ্ট ) কিশোরগঞ্জ থেকে: স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দবি বাস্তবায়ন করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তারের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা, সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম, সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানম, সহকারী প্রধান শিক্ষক চামেলী রানী দাস, সিনিয়র শিক্ষক স্বপন কুমার সরকার ও মোহাম্মদ আজিজুল হক এবং কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এনায়েত হোসেন, আলী হোসেন ও মো. গোলাম মোস্তফা স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে চারস্তরীয় পদসোপান, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদানের দাবি জানানো হয়।