মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

কিশোরগঞ্জের ইটনায় শিক্ষক সমিতির সম্মেলন

প্রতিবেদক
somonnoy
আগস্ট ২৬, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ইটনা উপজেলা শাখার তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে থানেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুকন উদ্দিন ভূঁইয়া সভাপতি ও ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রুবেল ঠাকুর।

ইটনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত সমিতির ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সম্মেলন থেকে দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে শিক্ষকেরা বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের মাধ্যমেই কেবল শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করা সম্ভব। শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আগামী দিনে তারা এ দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি রাবিয়া আক্তার খাতুন। মো: রুকন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাশিস-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে ফজলুল হক।

উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক ও কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। বক্তৃতা করেন লাইমপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার পারুল, জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোজাম্মেল হক, চৌগাংগা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মুজিবুর রহমান, এলিংজুড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মহিউদ্দিন প্রমুখ।

এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি ও সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন ফারুকী। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক জহির আহমেদ। সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আয়োজকরা জানিয়েছেন দীর্ঘ ১৭ বছর পর ইটনা উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির এ কমিটি গঠন করা হয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় বাধা-বিপত্তির কারণে কমিটি গঠন করা সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন অধ্যাপক মোঃ রমজান আলী

আড়াইশো পেরিয়েছে মরিচের কেজি, ময়মনসিংহে সবজি বাজারে নাভিশ্বাস

১০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়েছেন ছাত্ররা

পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জের বাজিতপুরে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে অটোচালকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে আয়কর আইনজীবী সমিতির সভাপতি মো: আবুল কাশেম ও সা.সম্পাদক সালাহউদ্দিন আহমদ নির্বাচিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

আশুগঞ্জের ইউএনএ’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করল ভৈরবের ভুক্তভোগী ইজারাদার