মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রিয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।
জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম বক্তব্যে বলেন, আগামী ৬ সেপ্টেম্বর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু এ দিন ঈদে মিলাদুন্নবী থাকায় সম্মেলনের তারিখ পিছিয়ে ১০ সেপ্টেম্বর করা হয়। কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হব
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল, সহ-সভাপতি রুহুল হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, আমিনুল ইসলাম রতন, রেজাউল করিম খান চুন্নু, ডা. আতিকুল সারোয়ার, আমিরুজ্জামান, রুহুল আমিন আখিল, আলহাজ আবু তাহের মিয়া, রুহুল হোসাইন,
সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।