শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে, নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
somonnoy
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন।

আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠেয় হবে। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির সম্মেলনকে সফল করে তুলতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। সম্মেলন ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এদিকে সম্মেলন সফল করতে নির্বাচন কমিশনসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠেয় সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, ‘কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। এজন্য ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল শুক্রবার রাতেই ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল এবং বাছাই, একই দিন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৬ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২০ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরাতন স্টেডিয়ামে কাউন্সিলরদের ভোটগ্রহণ করা হবে। ভোট গণনার পর প্রকাশ করা হবে ফল। জেলা বিএনপির ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে জেলা বিএনপির সম্মেলন শেষ হবে বলেও আশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, অ্যাডভোকেট মনসুর আলম, এএসএম আজিজুর রহমান ভূঁইয়া, ডাক্তার ইমরান হাসান রকি, মোকাররম হোসেন শোকরানা প্রমুখ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রকাশ্যে হাসনাত-সারজিসকে ক্ষমা চাইতে আলটিমেটাম, এনসিপি বর্জনের হুঁশিয়ারি

ফজলুর রহমানের প‌ক্ষে মি‌ছিল-‌স্লোগা‌নে উত্তাল কি‌শোরগঞ্জের ইটনা

জুলাই অভ্যুত্থান দিবসে শহীদ সোহেল রানার কবর জিয়ারত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের

ঢাকা সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

স্কাউটের জাতীয় সেবা পদক গ্রহণ করলেন কিশোরগঞ্জের শরফুদ্দিন

আসিফ নজরুলের দুঃখ প্রকাশ

পাকুন্দিয়ার কৃতি সন্তান সারোয়ার আলম সিলেটের নতুন ডিসি

নিরাপদ খাদ্য আদালতের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মাহফুজ সদস্য সচিব জুবায়ের