কিশোরগঞ্জের তাড়াইলে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭ টায় উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের পশ্চিম সাচাইল বালিগাতী গ্রামের বসন্ত বাসফোর (৪৭) নামে এক পুরুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আত্মহননকারী বসন্ত বাসফোরের ছেলে অলক বাসফোর (২০) জানান, শনিবার রাত সাড়ে ৯ টায় রাতের খাবার শেষ করে তার বাবা বসন্ত বাসফোর (৪৭) তার বোন ভারতী বাসফোরের সাথে কথাবার্তা বলে নিজ বসতঘরে ঘুমানোর উদ্দেশ্যে চলে যায়, রবিবার সকাল ৭ টায় বসন্ত বাসফোরের বোন ভারতী বাসফোর ভাইকে কাজে যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো প্রকার সারা শব্দ না পেয়ে বসন্ত বাসফোরের শুয়ে থাকা ঘরের টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পায় তার মায়ের শাড়ি গলায় ঝুলিয়ে ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলে আছে। এসময় ভারতী বাসফোরের ডাক চিৎকারে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরারা ছুটে এসে থানায় খবর দিলে এসআই মোস্তাফিজ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, আত্মহননকারী বসন্ত বাসফোর নামে এক পুরুষের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।