বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, বিএনপি নেতাকর্মীদের অনুরোধ করব আমার স্থগিত আদেশ উঠিয়ে নিন। সামনে কিশোরগঞ্জ জেলা সম্মেলন। আমি দীর্ঘ আট বছর ধরে এই সম্মেলন করেছি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, আমি তো মানুষ, আমার ভুলত্রুটি হতে পারে। আমি বিএনপির নেতৃত্বের কাছে আবেদন করব, কিশোরগঞ্জ জেলা সম্মেলনের আগে আমার সাসপেনশন দয়া করে প্রত্যাহার করুন। দীর্ঘ ৮ বছর ধরে তিনি ১৩টি উপজেলার ২১টি ইউনিট পরিচালনা করছেন উল্লেখ করে তিনি বলেন, এখন যারা দায়িত্ব নিচ্ছেন, তারা সবাই আমার ছোটভাই। আমার ফাউন্ডেশনের ওপর তারা সংগঠনটি পরিচালনা করছে। এতে আমি একদম বেকার হয়ে গেছি। কিশোরগঞ্জের সম্মেলনে যেতে না পারা কে সহ্য করতে পারে?
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান আরো বলেন, আমি দলের জন্য অনেক কিছু করেছি, জেলও খেটেছি, নির্বাসনে থেকেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে ৩০০ বক্তৃতা করেছি। তারেক রহমান সাহেবের নামে আমি যে বক্তৃতা করি, চাঁদাবাজি ও ধান্দাবাজির বিপক্ষে যে বক্তৃতা করি, সেটা আর কেউ করে না। কোনো ধরনের চিন্তা না করে আমাকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল, যা আমাকে গ্রহণযোগ্য ছিল, এখন সেটি তুলে নিন।