জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো: মাহফুজুর রহমান, সদস্য সচিব মো: জুবায়ের আলম, সিনিয়র মুখ্য সংগঠক মো: আলিমুল হকসহ ৩৭ সদস্য জেলা কমিটির আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট মে. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করে তালিকা প্রকাশ করেছেন। এ ছাড়াও অন্যন্যদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মানিক মিয়া, ইয়াজ ইবনে জসিম, মো. খালেদ মহিবুল্লা, মো. আয়তুল্লা কবির, রাকিবুল হাসান, মোঃ রহমত উল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব কাউসার মিয়, যুগ্ম সদস্য সচিব,(যুব উন্নয়ন) মোঃ মাহমুদুল হক, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) এস.এম রাজিব, যুগ্ম সদস্য সচিব (অর্থ) মোঃ আবু হোজাইফা,যুগ্ম সদস্য সচিব (শিক্ষা) তাইবা প্রচার মোবারক হোসেন, যুগ্ম সদস্য সচিব (ধর্ম) মোঃ নাইম মিয়া, যুগ্ম সদস্য সচিব (ক্রীড়া, মোঃ জুয়েল মিয়া, মুখ্য সংগঠক রিয়াদ আহমেদ ও মো: আশিক ইকবাল। বাকীরা সংগঠক হিসাবে মনোনীত হয়েছেন। জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা এবং কর্মতৎপরতা বিবেচনায় কেন্দ্রীয় কমিটি কিশোরগঞ্জ জেলা আহবায়ক কমিটির অনুমোদন করেন।