স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ অক্টোবর) সকালে কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ (পূর্বপাড়া) গ্রামের পাশ দিয়ে প্রবাহমান পুরাতন ব্রহ্মপুত্র নদে ওয়াসিমসহ (১৮) পাঁচ বন্ধু মিলে মাছ ধরতে নামেন। মাছ ধরার এক পর্যায়ে নদের অপর পাড়ের দিকে যেতে চাইলে স্রোতের টানে তারা তলিয়ে যেতে থাকেন। তখন বিষয়টি টের পেয়ে উপস্থিত জেলে ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে আহত অবস্থায় সিয়াম (১৮), আরিফ (১৭), তুহিন (১৬) ও আনাস (১৫) নামে চারজনকে উদ্ধার করে। পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তখন ওয়াসিমকে উদ্ধার করতে পারেনি। ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু ব্রহ্মপুত্র নদে স্রোত বেশি থাকায় তারা উদ্ধার তৎপরতায় সমস্যায় পড়েন। পরবর্তীতে ভৈরব ফায়ার সার্ভিস থেকে ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কাজ বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার কাজ শেষ করে ফিরে যায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পরে বিকেল সোয়া ৫টার দিকে ব্রহ্মপুত্র নদে ওয়াসিমের লাশ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। তখন তারা ওয়াসিমের লাশ উদ্ধার করেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ (পূর্বপাড়া) গ্রামের পাশ দিয়ে প্রবাহমান পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওয়াসিম (১৮) উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ (পূর্বপাড়া) গ্রামের উছমান মিয়ার ছেলে।
স্থানীয় ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।