রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

পাঁচ দাবি আদায়ে কিশোরগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা

প্রতিবেদক
somonnoy
অক্টোবর ৫, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দাবি আদায়ে কিশোরগঞ্জে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মতবিনিময় সভা স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের দাবি বাস্তবায়নকে সামনে রেখে বিশ^ শিক্ষক দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। রোববার বিকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা থেকে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়। মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা, সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আক্তার, সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজিজুল হক, মো. হাবিবুর রহমান ও স্বপন কুমার সরকার, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এনায়েত হোসেন, মো. আব্দুল কাইয়ুম ও মো. এখলাস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে চারস্তরীয় পদসোপান, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদানের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবিসমূহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। অন্যথায় চাকরিবিধি মেনে মানববন্ধন, মহাসমাবেশ আয়োজনসহ নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। বক্তাগণ বলেন, সরকারি মাধ্যমিকের প্রায় ১৫ হাজার শিক্ষকের জন্য পদোন্নতিযোগ্য পদ মাত্র ৪%। যৌক্তিক কোনো পদসোপান না থাকায় দীর্ঘ ৩২/৩৩ বছর চাকুরী করেও অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়। পদোন্নতি অনিয়মিত হওয়ায় বেশকিছু পদ খালি পড়ে থাকে বছরের পর বছর। যা পদোন্নতিবঞ্চিতদের হতাশ করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অন্তরায় হিসেবে কাজ করে। সরকারি মাধ্যমিকে শিক্ষক-কর্মকর্তাগণ প্রাপ্য বকেয়া টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নতি, পদায়নসহ চাকুরির বিভিন্নক্ষেত্রে বৈষম্যের শিকার। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে সরকারি মাধ্যমিকে বিদ্যমান বৈষম্য নিরসন এখন সময়ের দাবি। একইভাবে মাধ্যমিক শিক্ষা অঙ্গীভূত থাকার কারণে মাধ্যমিক স্তরের শিক্ষা গুরুত্ব পাচ্ছে না এবং ক্রমেই শিক্ষার মান হ্রাস পাচ্ছে। তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক বিভাগকে পৃথক করে আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অপরিহার্য হয়ে পড়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি প্রার্থীর মতবিনিময় সভা

 মফস্বল সাংবাদিকদের দুঃখ-কষ্ট

ছাগলকান্ডের মতিউরকে অনৈতিক সুবিধা প্রদান, ১১ পুলিশকে বরখাস্ত

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ করার সাংবাদিকক রাতে হত্যা

কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ

গত এক বছরেই চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী

ব্যবসায়ী হত্যা মামলায় কিশোরগঞ্জে ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের সিটিল্যাব হসপিটালে অবহেলা ও গাফিলতিতে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জে ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ শিশুকে টাইফয়েড জ্বরের টিকা দেয়া হবে

বর্তমান সময়ের জন্য পিআর পদ্ধতিই সবচেয়ে উৎকৃষ্ট নির্বাচন ব্যবস্থা : রোকন রেজা