মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

কিশোরগঞ্জে ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ শিশুকে টাইফয়েড জ্বরের টিকা দেয়া হবে

প্রতিবেদক
somonnoy
অক্টোবর ৭, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

আগামী ১২ অক্টোবর থেকে ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে কিশোরগঞ্জে ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ শিশুকে টাইফয়েড জ্বরের টিকা দেয়া হবে। ক্যাম্পেইন উপলক্ষ্যে কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক পরামর্শমূলক সভায় এসব তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ইউনিসেফের আর্থিক সহায়তায় জেলা তথ্য অফিস জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে।

জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে পরামর্শমূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. সাইফুল আলম। এতে রিসোর্স পার্সন হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী বক্তব্য রাখেন।

পরামর্শমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মুনিরুল ইসলাম এবং জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, কিশোরগঞ্জ জেলায় ৯ লাখ ৫৬ হাজার ৭৭৪ জন শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে। এই লক্ষ্যে নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ২ লাখ ৮৯ হাজার ৪০৫ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। স্কুল-মাদ্রাসায় প্রায় ৪০ শতাংশ নিবন্ধিত হয়েছে। এছাড়া কমিউনিটি পর্যায়ে ১০ শতাংশ নিবন্ধিত হয়েছে।

সভায় আরও জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান সকল শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে ১ ডোজ টাইফয়েড-এর টিকা গ্রহণ করতে পারবে। এছাড়া পূর্বে টাইফয়েড টিকা গ্রহণ করে থাকলেও ক্যাম্পেইন চলাকালীন সময়ে ১ ডোজ টাইফয়েডের টিকা গ্রহণ করা যাবে।

টাইফয়েড টিকা নিতে চার ধাপের প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রথমে অনলাইনে নিবন্ধন, দ্বিতীয় ধাপে টিসিভি কর্মসূচিতে নিবন্ধন, তৃতীয় ধাপে টিকাদান কার্ড ডাউনলোড এবং চতুর্থ ধাপে নির্ধারিত কেন্দ্রে গিয়ে সেই কার্ড দেখিয়ে টিকা গ্রহণ করতে হবে। পরামর্শমূলক সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি, টিকা সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ, ভুল তথ্য প্রতিহত করা এবং টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে জনগণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

স্টেডিয়ামে বাজি (জুয়া) ধরে খেলার আয়োজন বন্ধ করায় ইউএনওর বাসভবনে দুর্বৃত্তরা হামলা

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাহবুব

ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জের বাজিতপুরে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা

বিএনপির সম্মেলনে ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে মনোনিত হলেন বাজিতপুরের অ্যাড. নাসির

মিঠামইনে গণসংবর্ধনা, মুক্তিযোদ্ধা-জনতার ভালোবাসায় সিক্ত ফজলুর রহমান

নরসুন্দা নদীর ভাগাড়ে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন যুবদল কেন্দ্রীয় সভাপতি

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ করার সাংবাদিকক রাতে হত্যা

রাজধানীর একটি হাসপাতালে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোনের মৃত্যু