শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন কিশোরগঞ্জের মাহবুব

প্রতিবেদক
somonnoy
অক্টোবর ১১, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

শিশুদের নোবেল পুরস্কার হিসেবে পরিচিত (আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার) মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জের মাদ্রাসা ছাত্র মাহবুব আল হাসান (১৮)। পরিবেশ, জলবায়ু কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ মনোনয়ন লাভ করেছেন তিনি।

প্রতি বছর নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক কিডস রাইটস ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন দেশে শিশু অধিকার রক্ষায় কাজ করা তরুণদের এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করে থাকে।

কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়ার আব্দুল্লাহ আল হাছান ও দিলোয়ারা খাতুন দম্পতির ছেলে মাহবুব আল হাসান কিশোরগঞ্জের আহমাদ জুবাইদা দাখিল মাদ্রাসা থেকে ২০২২ সালে দাখিল এবং হয়বতনগর এ ইউ কামিল মাদরাসা থেকে ২০২৪ সালে আলিম পাস করেছেন । বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তিনি ।

মাহবুবের নেতৃত্বে তার প্রতিষ্ঠিত সংগঠন ‘দি চেঞ্জ বাংলাদেশ’, যার লক্ষ্য শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি করা। তার উদ্যোগে নিয়মিতভাবে বৃক্ষরোপণ, গাছের চারা ও শিক্ষা উপকরণ (খাতা, কলম, পেনসিল) বিতরণসহ হাওর অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার রক্ষায় নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। অসুস্থ শিশুদের জন্য রক্তের সরবরাহ নিশ্চিত করতে তিনি গড়ে তুলেছেন ‘ব্লাড খুঁজি’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা জরুরি সময়ে রক্তদাতাদের সাথে রোগীর পরিবারকে সংযুক্ত করে।

প্রতিবেদককে মাহবুব আল হাসান জানান, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। আমি বিশ্বাস করি, একটি সচেতন প্রজন্মই পৃথিবীকে বদলে দিতে পারে। তাই শিশুদের নিয়ে কাজ করা শুধু দায়িত্ব নয়, এটি আমার জীবনের লক্ষ্য ও প্রতিজ্ঞা। এই আন্তর্জাতিক মনোনয়ন আমার কাজের প্রতি আরও দায়বদ্ধতা ও অনুপ্রেরণা যোগাবে, যেন বাংলাদেশের প্রত্যন্ত হাওর থেকে শুরু করে শহরের প্রতিটি শিশুই সমান সুযোগ ও নিরাপত্তা পায়।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে পাঁচ দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের স্মারকলিপি

গাইটাল জনতা রোডের এলাকাবাসী ও পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সোমবার করিমগঞ্জে মাইকে ঘোষনা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ  

কিশোরগঞ্জের তাড়াইলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নানান আয়োজনে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত

ইটনা ইউএনও‘র বাসায় হামলায় রাতে গ্রেপ্তার ছাত্রদল নেতা, দিনে বহিষ্কার

কিশোরগঞ্জের সিটিল্যাব হসপিটালে অবহেলা ও গাফিলতিতে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ইটনায় বিনা খরচে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ২৫ নারী

পিনাকী আইসিউতে, নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নীরিক্ষা চলছে

ডাকসু নির্বাচন ছাত্রশিবির কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিতেছে: মোনায়েম মুন্না