সোমবার (২০ অক্টোবর) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদি মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল সহকারে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমবেত হয়। পরে নেতৃবৃন্দ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে স্মারক লিপি তুলে দেন।
স্মারকলিপিতে জুলাই অভ্যুত্থানের প্রেরণা, শিক্ষকদের প্রত্যাশা ও ৭ দফা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে দাবিগুলোর প্রতি সংবেদনশীল হতে সরকারকে আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক জৈনুদ্দিন, অধ্যক্ষ মাও মুজিবুর রহমান, অধ্যক্ষ মাও আবু সাঈদ, অধ্যাপক ফজলুল হক জোয়ারদার আলমগীর, অধ্যাপক বশির আহমদ, মো রুস্তম আলী, সানাউল্লাহ খান প্রমুখ।















