শনিবার (০৮ নভেম্বর) তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসাবে তারিখ সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতামূলক র্যালি ও জিরো ওয়েস্ট ব্রিগেড গঠনের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারী কলেজের মাঠ পরিষ্কারকরণ কর্মসূচীর আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান মহোদয়ের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি বটতলা মোড় থেকে শুরু হয়ে গুরুদয়াল সরকারী কলেজের মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কিশোরগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ছাত্র-শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, রোভার-স্কাউট সদস্যবৃন্দ, বিএনসিসি সদস্যবৃন্দ, রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ এবং গণমাধ্যম প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসক ফৌজিয়া খান গুরুদয়াল কলেজের মাঠ পরিষ্কারকরণ কর্মসূচীর উদ্বোধন করেন। পরে রোভার-স্কাউট সদস্যবৃন্দ, বিএনসিসি সদস্যবৃন্দ, রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দসহ স্বেচ্ছাসেবী তরুণ নিয়ে গঠিত জিরো ওয়েস্ট ব্রিগেড মাঠ পরিষ্কার সম্পন্ন করে।


















