মঙ্গলবার (৯ ডিসেম্বর) ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: এরশাদুল আহমেদ।
দূর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে ও দূর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক সালাহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, সিভিল সার্জন অভিজিঃ শর্মা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দুর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থী, বিএনসিসি, রোভার সদস্যসহ বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং জেলা প্রশাসন যৌথভাবে দিবসটি উদযাপন করে।

















