পিনাকী ভট্টাচার্যকে প্যারিসের একটি হাসপাতালে নেয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নীরিক্ষা চলছে। বৃহস্পতিবার বিকেলে পিনাকী ভট্টাচার্যের ভেরিফাইয়েড পেইজে এক পোস্টে এই তথ্য দিয়ে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে জানানো হয়, পিনাকী ভট্টাচার্য কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছেন। আজকে পরিস্থিতি কিঞ্চিৎ অবনতি হওয়ায় বৃহত্তর প্যারিসের একটি হাসপাতালে আনা হয়েছে। ডাক্তারেরা আশংকা করছে উনি আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন সম্ভবত সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
ডাক্তারেরা আশংকা করছে উনি আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন সম্ভবত সেটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে।