মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিয্য
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জেলা সংবাদ
  10. দুর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রযুক্তি
  14. প্রশাসন
  15. বিনোদন

কিশোরগঞ্জের ইটনায় শিক্ষক সমিতির সম্মেলন

প্রতিবেদক
somonnoy
আগস্ট ২৬, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ

বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ইটনা উপজেলা শাখার তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে থানেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুকন উদ্দিন ভূঁইয়া সভাপতি ও ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রুবেল ঠাকুর।

ইটনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত সমিতির ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সম্মেলন থেকে দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে শিক্ষকেরা বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের মাধ্যমেই কেবল শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করা সম্ভব। শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আগামী দিনে তারা এ দাবির পক্ষে আন্দোলন চালিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি রাবিয়া আক্তার খাতুন। মো: রুকন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাশিস-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে ফজলুল হক।

উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক ও কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। বক্তৃতা করেন লাইমপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার পারুল, জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোজাম্মেল হক, চৌগাংগা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মুজিবুর রহমান, এলিংজুড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মহিউদ্দিন প্রমুখ।

এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি ও সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন ফারুকী। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক জহির আহমেদ। সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আয়োজকরা জানিয়েছেন দীর্ঘ ১৭ বছর পর ইটনা উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির এ কমিটি গঠন করা হয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় বাধা-বিপত্তির কারণে কমিটি গঠন করা সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইটনা ইউএনও‘র বাসায় হামলায় রাতে গ্রেপ্তার ছাত্রদল নেতা, দিনে বহিষ্কার

কিশোরগঞ্জের ইটনায় বিনা খরচে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ২৫ নারী

কিশোরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যার দায়ে বাবাসহ ৩ জনের মৃত্যদণ্ড

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বরং লড়াই করে এতদূর এসেছে: মির্জা ফখরুল ইসলাম

এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা: নুর

কিশোরগঞ্জে গাঁজাসহ আটক চারজনের জেল-জরিমানা

নানান আয়োজনে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত

কিশোরগঞ্জ সদরের মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

স্কাউটের জাতীয় সেবা পদক গ্রহণ করলেন কিশোরগঞ্জের শরফুদ্দিন

কিশোরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক গ্রেপ্তার