বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভাযর আয়োজন করেন। মতবিনিময় সভায় আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা বিএনপির সম্মেলনে গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়ন চাইলেন সভাপতি পদপ্রার্থী রুহুল হোসাইন।
‘এক নেতা এক পদ নীতি’ বাস্তবায়ন না হওয়ায় নতুন নেতৃত্বের বিকাশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই দলীয় কর্মকান্ডকে গতিশীল করতে একাধিক পদে যারা আছেন তার এই বিধানের প্রতি সম্মান দেখিয়ে এক পদ রেখে বাকিগুলি থেকে পদত্যাগ করা উচিৎ।’ বলে মতবিনিময় সভায় জানান রুহুল হোসাইন।
বর্তমান সভাপতি ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমকে উদ্দেশ্য করে রুহুল হোসাইন বলেন, ময়মনসিংহ বিভাগের সাতটি জেলার সাংগঠনিক কর্মকান্ড ও নিজের ব্যাবসার কারণে উনাকে প্রায়শই দেশ-বিদেশে ব্যস্ত থাকতে হয় বিধায় জেলার রাজনীতিতে সময় দিতে পারেন না। তাই জেলার রাজনীতির প্রকৃত চিত্র জানতে অন্যের মনগড়া কথার উপর নির্ভর করতে হয়। এর ফলে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে দলের এক শ্রেণীর নেতা-কর্মীরা অনৈতিক ও অপরাধমুলক জড়িয়ে পড়ে দলকে বিতর্কিত করছে।
মতবিনিময় সভায় বিএনপি নেতা আবু নাসের মিনটু হিলালী ও অসীম সরকার বাধনসহ বিএনপির নেতাকর্মী বৃন্দ ও মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।