কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জে জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলীর নেতৃত্বে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা কর্তৃক পাঁচ গণদাবিতে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে সমাবেশের পর মিছিলটি শহরের গৌরাঙ্গ বাজার, কালিবাড়ি মোড়, আখরা বাজার হয়ে বড়বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দিয়েছেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাও আজিজুল হক, সেক্রেটারি মাও নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম মাও এম এইস লোকমান, মাও সানাউল্লাহ , খালেদ হাসান জুম্মন, শহর আমীর মাও আব্দুল হক, সদর উপজেলা আমীর মাও কারী নজরুল ইসলাম প্রমুখ।