কিশোরগঞ্জে নানান আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত। সোমবার (২৯) সেপ্টেম্বর সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশান কিশোরগঞ্জ শাখার উদ্যোগে এক বর্নাঢ্য র্যালি ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও ইসলামিয়া সুপার মার্কেটে এসে শেষ হয়।
পরবর্তীতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে এক আলোচনা সভা ও ফ্রি মেডিকেল চেকআপের আয়োজন করা হয়।
আলাচনা সভায় হার্ট ফাউন্ডেশান কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মু আব্দুল হাই এরঁ সভাপতিত্বে বক্তব্য রাখেন শামসুল আলম সেলিম, জালাল উদ্দিন, মাওলানা রশিদ আহমদ, এম এ মোহাইমেন লাক মিয়া, শরিফুল ইসলাম প্রমুখ।